নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল শীলবাড়ি হাট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শিলবাড়ি ঘাট থেকে মেচবিল ওবধি ৩১ নং জাতীয় সড়কের দুধারে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবিতে এদিন পলাশবাড়ি এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ীরা। ৩১ ন়ং জাতীয় সড়ক সম্প্রসারণ হবে আর এর ফলে ক্ষতিগ্ৰস্থ হবে ব্যবসায়ীরা। সম্প্রতি এলাকায় ঠিকাদার কোম্পানি মাফজোখ করে গিয়েছে আর এতে চিন্তিত ও আতঙ্কিত ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা জানান, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি ক্ষতিগ্ৰস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসন দাবিতে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল শীলবাড়ি হাট ব্যবসায়ী সমিতির...