ভোট বয়কট হরিণঘাটার মিত্রপুর খড়ের মাঠে।

0
20

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার অন্তর্গত মোল্লা বিলিয়া গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর খড়ের মাঠ ৯৩ এর ৯৬,৯৭ এই দুটি বুথের ১৪০০ এর ওপরে ভোটাররা এবং ১৩৩৭ ভোটারদের মধ্যে অধিকাংশ ভোটাররা ভোট বয়কটের ডাক দিয়েছে। পৃথক ভোট কেন্দ্রের দাবি জানিয়ে পূর্বেই ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছিল ওই ভোটাররা। যে খবর আমরাই একমাত্র দেখেছিলাম। কিন্তু প্রশাসনের টনক নড়েনি। পরবর্তীতে পৃথক ভোট কেন্দ্রের দাবি জানিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল ওই এলাকার সাধারণ ভোটাররা। সেই খবরও দেখিয়েছিলাম একমাত্র আমরাই। কিন্তু তাতে করেও প্রশাসনের টনক নড়েনি। কিন্তু ওই এলাকার ভোট আজ সকালে। ভোটকেন্দ্রে যাবে না ভোটাররা। পৃথক ভোট কেন্দ্রের দাবিতে অনর তারা। পৃথক ভোটকেন্দ্র না হলে ভোট দেবে না তারা। এই অঙ্গীকারবদ্ধ হয়ে একত্রিত হয়েছে। তাদের অভিযোগ এই নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনে তাদের এলাকার অধিকাংশ মানুষ ভোট দিতে পারেনি। গত পঞ্চায়েত নির্বাচনে তো প্রায় সবাই ভোট দিতে পারেনি। যারা ভোটকেন্দ্রে গিয়েছিল ভোট দেওয়ার উদ্দেশ্যে তাদের খেতেও ছিল মার। অপমানিত হতে হয়েছিল মহিলাদের। যারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পেরেছিল তাদের মধ্যে একাধিক পুরুষ ভোটারদের বেধড়ক মারধর করে আধমরা করার অভিযোগ এর পাশাপাশি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। হলে তারা ওই কেন্দ্রে এবার আর ভোট দিতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের এলাকাটি পর্যাপ্ত পরিকাঠামো যুক্ত একটি বিদ্যালয় রয়েছে। সেখানে যদি ভোটকেন্দ্র আনা হয়। সেখানে যদি তাদের ভোট দেওয়ার বন্দোবস্ত করা হয়। তাহলেই তারা ভোট দেবে। না হলে ওই এলাকার ভোটাররা আর ভোটমুখী হবেন না বলেও হুশিয়ারি তাদের।