রক্তার্পণ উৎসবের মধ্যে দিয়ে প্রয়াত জননেতার মৃত্যুবার্ষিকী উদযাপন নদীয়ায়।

0
27

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, যে ৫ বারের বিধায়ক পদ সামলেছেন, এছাড়াও টানা ৩০ বছর সামলেছেন পৌরসভার গুরুত্বপূর্ণ পৌর পিতার দায়িত্ব পদ। ছাত্র রাজনীতি থেকে শুরু হয় তার পথ চলা, এরপর হয়ে ওঠে নদীয়ার শান্তিপুরের নয়নের মনি। আজ সেই জননেতা অজয় দের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন শান্তিপুরের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার প্রথমে শান্তিপুরের কাশারীপাড়া নিজ বাসভবনের পাশেই তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নির্বাচন করে প্রয়াত অজয় দের অনুগামী থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি ও বুদ্ধিজীবীরা, এরপর তাকে শ্রদ্ধা জানাতে শান্তিপুর পৌর সভাতেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত থাকেন রাজ্য সরকারের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ছিলেন পৌরসভার বর্তমান পৌরপতি সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা, যদিও শান্তিপুরের ২৪ টি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন। পৌরসভায় অবস্থিত তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ পৌরসভার চেয়ারম্যান, এছাড়া প্রত্যেকেই একে একে তার মূর্তিতে মাল্যদান করে। তবে প্রয়াত জননেতা অজয়দের এই বিশেষ দিনটিতে রক্তার্পন অর্থাৎ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে উদযাপন করা হয় তৃতীয় মৃত্যুবার্ষিকী। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, একটা সময় হাতে হাত রেখে রাজনীতির ময়দানে একসাথে লড়াই করেছিলেন, কিন্তু করনাকালে এইভাবে চলে যাওয়া, তা এখনো যেন বিস্ময় ঘটনা। অজয় দে শান্তিপুরের অফুরন্ত কর্মযজ্ঞের মধ্যে দিয়ে নয়নের মনি হয়ে উঠেছিলেন। আজ তারি চলার পথকে স্মরণ করে শান্তিপুর পৌরসভা একই উন্নয়ন করে যাবে। দেখতে দেখতে এক একটা বছর কেটে গেলেও এখনো মনে হয় প্রিয় নেতা অজয় দে সকলের অন্তরেই রয়ে গেছে।