এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলো জটেশ্বর করোনা ওয়েলফেয়ার সোসাইটি।

0
33

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলো জটেশ্বর করোনা ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিন বেশকিছু এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই বিষয়ে জটেশ্বর করোনা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দেবজিৎ পাল বলেন, “জটেশ্বর উচ্চ বিদ্যালয়, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশকিছু বিদ্যালয়ের এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। পাশাপাশি এই কৃতিদের মাধ্যমেই আগামী দিনের ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা পাবে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক নির্মলকান্তি দেব ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল ছিলেন ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত বিশিষ্ট সমাজসেবী শ্যামল কর ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।