দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে সোমবার রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদা—-দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে সোমবার রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার রাতে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার সাতটারি এলাকায়। এলাকাবাসিদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমান এই গরমে হাঁসফাঁস,সারা রাত গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমাতে অসুবিধে হয়। তার উপর দুই ধরে এই বিদ্যুৎ সংকট। তাদের আরো অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কী ফাঁড়ি পুলিশের অফিসার ইনচার্জ মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশকর্তারা। এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।