দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর
ভারতীয় জনতা পার্টির হরিরামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের স্টেশন ম্যানেজারের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিন এই ডেপুটেশন দেবার জন্য হরিরামপুর বিজেপির মন্ডল সভাপতিদের তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দল হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পৌঁছায় এরপর হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের স্টেশন ম্যানেজার গৌরাঙ্গ বাবুকে ডেপুটেশনের কাগজ তুলে দেন মন্ডল সভাপতিরা । এদিনের এই ডেপুটেশনে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো ১)বর্তমানে বিদ্যুতের অতিরিক্ত বিল কমাতে হবে ২)গ্রামীণ এলাকায় কারণ অকারণে লোডশেডিং হচ্ছে সেই বিষয়টি দেখা ৩)প্রতিটি গ্রাহকের প্রতিমাসে মিটার রিডিং নেবার ব্যবস্থা করা । এই ডেপুটেশন প্রসঙ্গে বিজেপির হরিরামপুর মন্ডল সভাপতি পল্লব রায় জানান আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের স্টেশন ম্যানেজারকে একটি ডেপুটেশন দিলাম তিনি আমাদের জানালেন বিষয়গুলি তিনি উর্দ্ধতন কতৃপক্ষ কে জানাবেন। এ দিনের এই ডেপুটেশন কে ঘিরে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে হরিরামপুর থানার পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পুলিশি তৎপরতা ছিলো লক্ষণীয় ।