পাঁশকুড়া থেকে হিরন চট্টোপাধ্যায়ের ডক্টরেট নিয়ে প্রশ্ন তুললেন দীপক অধিকারী ওরফে দেব।

0
52

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রচারের শেষ লগ্নে এসে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইসোরাতে শেষ প্রচার করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দীপক ( দেব )অধিকারী! তিনি বলেন বিজেপি প্রার্থী যেভাবে নিজেকে নামিয়েছে ভেবেছিলাম জিতার জন্য বলছে, ওকে বলতে দিন! কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে নিচে নামছেন আমার মনে হয়েছে এবার কিছু বলার। মাঝে মাঝে মনে হয় বেশি ভদ্রতা করলে সাধারণ মানুষ ভাবেও নিশ্চয়ই চুরি করেছে সেজন্য কিছু বলছেন না। মানুষ হইত ভাবছে ও সত্যিই চোর। সে সুযোগটা শুভেন্দু অধিকারী আজ সকালে করে দিয়েছে। উনি কিছু তথ্য রাখলেন সোশ্যাল মিডিয়াতে আমি নাকি টাকা নিয়েছি। প্রথমত তথ্যটা ওনার কাছে উচিত নয় এটা তো সিবিআই, ইডির কাছে থাকা কথা। কোন মতেই যাওয়া উচিত নয় কিন্তু ওনার কাছে এল কোথা থেকে। আমার প্রথম প্রশ্ন উনার সাথে সিবিআই এডির অফিসাররা ডাইরেক্ট কন্টাক্ট আছে। দ্বিতীয় হচ্ছে ভয় দেখানো। মানে ব্ল্যাকমেইলিং। আমি এসব তথ্য ফাঁস করে দেবো, ওকে এরেস্ট করে দেবো তুমি তৃণমূল হয়ে দাঁড়াবে না এরকম হতে পারে। আমি আজ পরিষ্কার করে দিলাম গত ১০ বছর ধরে একটা টাকাও রাজনীতি থেকে নেয়নি। আপনাদের মনে আছে খড়গপুরে একজন বিজেপি কর্মী মারা গিয়েছিল আমাকে বিজেপি প্রার্থী বলেছিল আমি নাকি খুন করিয়েছিলাম আমার হাতে রক্ত লেগে গেছে। গতকাল হাইকোর্টে রিপোর্ট এসেছে ওটা কোন মার্ডার ছিল না, কোন হাত বাধা ছিল না। দুর্ঘটনায় মৃত্যু। এটাই বলব যে যেটা শুরু করেছিল আমার দুহাতে রক্ত লেগেআছে আমি নাকি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী হয়ে গেছি। বিভিন্ন ধরনের অভিযোগ গত তিন মাস ধরে চলছিল আমি সব সুযোগ করেছি ভেবেছি বলুক না জিততে চায় ওকে বলতে দিন, আমি তো জানতে চাই আমি তো শিখতে চাই আপনারা কি কোন ধরনের মানুষ চান! আজকে আর একটা খবর বেরিয়েছে যে হিরন আগে যে ডক্টরেট ব্যবহার করতো সেটা নিয়ে একজন RTI তিনি খড়গপুর আইআইটি থেকে পাস করেছেন। কিন্তু তারা আজ খবরটা পেয়েছে আই আই টি খড়গপুর আই আই টি থেকে তিনি পাশ করেননি।এবার তাহলে তোমাকে কি বলব জালি ডক্টরের। যার শুরুতাই মিথ্যে দিয়ে হয় যে নামের আগে মিথ্যা অক্ষর ব্যবহার করে। যে সারাক্ষণ মিথ্যা কথা বলে কি করে বিরোধী দলের প্রার্থীকে ফাঁসাবো, খুনের কেস দিব,গরু চোরের মামলায়  হাসাবো এই ভাবনা সব সময় যদি মাথায় ঘুরে তাহলে আমার মনে হয়েছে শেষ প্রচারের উত্তরটা দেই। আপনারা যাই কিছু করুক সব কিছু মানুষ জবাব দেবে