প্রচারের শেষ দিনে সাত সকালে পুকুরে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ।

0
36

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজই ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডলের মাছ ধরা প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন তাঁকেই অনুসরণ করে অন্যরা।

বছর ভর দিলীপ ঘোষের চাল চলন উঠে আসে সংবাদের পাতায়। ষষ্ঠ দফার নির্বাচনী প্রচারের শেষ দিনেও তার অন্যথা হল না। এদিন বাঁকুড়ার শেষ প্রচারে দিনভর বিভিন্ন কর্মসূচী রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালেই দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে। হাত ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছও ধরলেন। তাঁর দাবী মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকান্ড। এর আগে বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন তিনি নন, তাঁর কর্মকান্ডকেই অনুসরণ করে অন্যরা।