পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর কথা বলার কারনে নির্বাচন কমিশন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলিকে সাসপেন্স নোটিশ দেয়। ২৪ ঘন্টা প্রচার করতে পারবে না। দলিয় প্রার্থীকে নির্বাচন কমিশনের এই ধরনের নির্দেশিকার পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিত গাঙ্গুলি সমর্থনে তমলুকে প্রচারে এসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু অক্ষর ও ৪ অক্ষরের ভাষা বলে থাকেন,আর আমাদের নেতা কর্মীরা রকে বসে এমন কথা বলেন না। সেসব দেখতে বা শুনতে পান না নির্বাচন কমিশন।
পাশাপাশি এদিন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মন্তব্যের যবাব দিয়ে বলেন, আমাদের নেতা শুভেন্দু অধিকারী নাকি আরএসি বিধায়ক। আমাদের নেতা আরএসি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরএসি নেতা। কারন তৃণমূলের কিছু নেতা জেলে ঢুকে বসে আছে আর কিছু ঢুকবো ঢুকবো করছে আরএসিতে রয়েছে৷ বাংলার পাশাপাশি তমলুকের উন্নয়নের জন্য অভিজিত গাঙ্গুলিকে ভোট দেওয়ার আহ্বান জানান সুকান্ত।।
Home রাজ্য দক্ষিণ বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী ২ অক্ষর, ৪ অক্ষরের ভাষ বলে,সেটা দেখতে পায় না নির্বাচন...