গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা রওনা হলেন।

0
27

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা রওনা হলেন,
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সপ্তম দফায় সারা ভারতবর্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ শে মে ষষ্ঠ দফার নির্বাচন হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সকাল থেকে শুরু হবে ভোট কর্মীরা, যারা ভোট নেবেন তাদের দায়িত্ব বুঝে নিয়ে হলদিয়া   এসডিও অফিস থেকে তারা ইভিএম মেশিন নিয়ে রওনা হলেন।
মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকায়। আপাময়  ভোটারদের কাছে তাদের ভোট নেবেন গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে সেই দায়িত্ব নিয়ে ভোট কর্মীরা আজ রওনা হলেন ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে। ভোট যুদ্ধের আগেই রক্ত ঝরেছে  তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে সেই রক্তাক্ত নন্দীগ্রামে ভোট কর্মীরা যাচ্ছেন মনে বল সাহস নিয়ে তারা জানালেন সেন্ট্রাল ফোর্স রয়েছে আর মনে জোর উদ্দম্য শক্তি নিয়ে  গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা বেরিয়ে পড়লেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সেন্ট্রাল পুলিশ রয়েছে এলাকার ভোটারগন রয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা যেমন তাদের ভোট প্রয়োগ করবেন আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা ভোটে কাজে  অংশগ্রহণ করব। ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রের দিকে রওনা দিলেন পলিং অফিসাররা।