নিজস্ব সংবাদদাতা, মালদা:- ২০০৯ সালে মালদার ২৯২ জন প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায় পরবর্তী নিয়োগের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা এবং দীর্ঘ ১৫ বছর পর মহামান্য হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় মালদা জেলার ২০০৯ সালের প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে অত্যন্ত খুশি হওয়া বয়ে যায় এবং চাকরি প্রার্থীদের এই সংগ্রামে মালদা জেলায় সব থেকে বেশি যে ব্যক্তি সহযোগিতা করেছিলেন তিনি আর অন্য কেউ নন তিনি ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু মহাশয় তাই ঘোষণা হওয়ার পরপরই চাকরিপ্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা জানান।
২০০৯ সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় , রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর ২০০৯ সালের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করে তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,এর ফলে প্যানেল থেকে বাতিল হওয়া এই চাকরি প্রার্থীরা মালদা জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিন অনশন আন্দোলন করেছিলেন এবং আন্দোলনকারীদের তৎকালীন সাংসদ খগেন মুর্মু বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ও যোগাযোগ করে নিয়োগ করানোর চেষ্টা করেছিলেন। মহামান্য হাইকোর্ট ২০০৯ সালের প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেন গত ২৬ শে এপ্রিল । কিন্তু সে সময় ভোটের আবহাওয়া থাকায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো সম্ভব হয়নি তাই মালদার ২০০৯ সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা, পুরাতন মালদার সাহাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্ব কে সংবর্ধনা জানান এবং চাকরিপ্রার্থীরা অশেষ কৃতজ্ঞতা জানান বিদায় সাংসদকে।
Home রাজ্য উত্তর বাংলা ঘোষণা হওয়ার পরপরই চাকরিপ্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা জানান।