ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায়।

0
37

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকতে রেমানের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছে করছে দীঘা উপকূলে। গাড়োয়াল টক্কে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভোল বদল। আজ থেকেই বৃষ্টি পরিমান বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঘূর্ণিঝড় বেমান বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।দীঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ইতিমধ্যেই।