জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন ।

0
33

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের আবির্ভাব একেবারেই উল্কার মতো। বাংলা সাহিত্যে আর্বিভূত হয়ে সমস্ত আকাশকে কীভাবে রাঙিয়ে গেলেন অথবা উজ্জ্বল করে দিলেন তা নিয়ে এখনো গবেষণা হচ্ছে দেশ-বিদেশে। সংগীত বিশিষ্টজনদের মতে, রবীন্দ্রপরবর্তী নজরুলের গান অনেকটাই ভিন্ন ধরনের নির্মাণ। অধিকাংশ গান সুরপ্রধান। বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম দিবস সাড়ম্বরে পালিত হল পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আজ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকারিক রামশঙ্কর মন্ডল।