বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের ফুটব্রিজ টি আজও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

0
25

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের ফুটব্রিজ টি বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জনসাধারণের সুবিধার জন্য ২০২১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তৎকালীন পূর্তমন্ত্রী তথা বালুরঘাটের বিধায়ক শংকর চক্রবর্তী জনসাধারণের সুবিধার জন্য এই ফুটব্রিজ টি তৈরি করেছিলেন। এই ব্রিজ নির্মাণের লক্ষ্য ছিল ভিড়ের সময় সাধারণ জনগণ যাতে এই ব্রিজের সাহায্যে রাস্তায় এপার ওপার করতে পারে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও উদ্বোধনের পর এই ব্রিজ টি পড়ে রয়েছে। বালুরঘাটের সাধারণ মানুষজন প্রশ্ন তুলছেন এত টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হলেও কেন তা জনগণের সুবিধার জন্য কাজে লাগানো হচ্ছে না। বর্তমানে এই ব্রিজের চতুর্দিকে বিভিন্ন কোম্পানির ব্যানার-পোস্টার সহ নানা বিজ্ঞাপনে মুখ ঢেকেছে ব্রিজের দুই দিক। বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও এই ব্রিজটি যাতে সাধারণ লোক ব্যবহার করতে পারে তার জন্য কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এখন এই ব্রিজের উপর অল্প বয়সী ছেলেমেয়েরা সন্ধ্যেবেলা ভিড় জমায় এবং সেখানে একটা আড্ডার জায়গা হিসেবে এই ব্রিজ বর্তমানে ব্যবহার করা হচ্ছে যা নিয়েও সাধারণ লোকের মনে ক্ষোভ রয়েছে। বালুরঘাটের সাধারণ লোকেদের কি বক্তব্য তা আমরা শুনবো। আমরা এও শুনব বালুরঘাট পুরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্রিজের ব্যাপারে।ঘ