মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানাবে বলেছিলেন, এখন দেখছি আফগানিস্তান ও কাশ্মীর হয়েগেছে : সুকান্ত মজুমদার।

0
108

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানাবে বলেছিলেন। এখন দেখছি আফগানিস্তান ও কাশ্মীর হয়েগেছে। কারন দুমাস ধরে ১৪৪ধারা কাশ্মীরে থাকে। এখন দেখছি কলকাতাতে দুমাস ধরে ১৪৪ধারা লাগু রয়েছে। মূখ্য মন্ত্রী ভয় পেয়ে গেছেন পাঁচ দফার ভোটের পর আপনারা জানেন ২৮তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশো করার কথা স্বামী বিবেকানন্দের বাড়ির এলাকা থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় অবধি। মূখ্য মন্ত্রী বুঝতে পেরেছেন যদি প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় রোডশো করেন তাহলে ওনার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। দুমাস ধরে ভারতের শুধুমাত্র কাশ্মীরে ১৪৪ধারা থাকতে পারে আর কোথাও আছে বলে জানা নেই। কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল কাশ্মীর বানিয়ে দিয়েছেন। এই ভাবে আজ টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।