রেমেলের আতঙ্কে গাছ থেকে আম ভেঙে ফেলছেন আমচাষিরা।

0
38

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার সিংহভাগই চাষিরা আম চাষের সঙ্গে যুক্ত । এখান থেকেই আম পাড়ি দেয় দেশ ছাড়িয়ে বিদেশে। এখানে বেশ কয়েক প্রজাতির আম চাষ করা হয় যার মধ্যে খেতে সুস্বাদু আম হিমসাগর। এবছর চাষিদের বক্তব্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন ভালো হয়নি । জামাইষষ্ঠীর বাজার ধরবে বলে, রেখে দিয়েছিল আম গাছেই , কিন্তু হঠাৎ রেমেল ঝড় আসছে খবর পেতেই আম চাষিরা গাছ থেকে আম ভেঙে ফেলছেন। তবে এবছর জামাইষষ্ঠীতে বাজারে আমের দেখা পাওয়াই মুসকিল, তবে যতটুকু পাওয়া যাবে আকাশ ছোঁয়া মূল্য থাকবে বলেই ধারণা আম চাষীদের ।