সদ্য bjp ছেড়ে tmc তে যোগদানকারী নদীয়া জেলা পরিষদের মহিলা সদস্যকে মারধর করার অভিযোগ উঠলো bjp এর এক পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে।

0
77

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সদ্য bjp ছেড়ে tmc তে যোগদানকারী নদীয়া জেলা পরিষদের মহিলা সদস্যকে মারধর করার অভিযোগ উঠলো bjp এর এক পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার দুপুরে রানাঘাট আইসতলার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে আসেন পূর্ণিমা দত্ত নামে হবিবপুরের নদীয়া জেলা পরিষদ আসন থেকে জেতা পূর্ণিমা দত্ত। অভিযোগ, হঠাৎই নার্সিংহোমে এসে রামনগর 1 পঞ্চায়েত এর উপ প্রধান bjp নেতা শিবু মন্ডল তাকে ব্যাপক মারধর করে। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। বর্তমানে ওই নার্সিংহোমেই চিকিৎসাধীন রয়েছেন ওই জেলাপরিসদ সদস্য। প্রসংগত সদ্য সমাপ্ত রানাঘাট লোকসভা আসনের নির্বাচনের আগে bjp ছেড়ে tmc তে যোগ দেন পূর্ণিমা দত্ত। এর পর তার শারীরিক অবস্থা অবনতি হলে কল্যানী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।