আইহো হাটখোলা প্রাঙ্গণ অনুষ্ঠিত হতে চলেছে ৪১ তম ৩২প্রহর ব্যাপী, শ্রী শ্রী গৌড়গোবিন্দের লীলারস কীর্ত্তনোৎসব।

0
36

নিজস্ব সংবাদদাতা, মালদা—হবিবপুর ব্লকের, আইহো সর্বজনীনন লীলা কীর্ত্তনোৎসব কমিটির উদ্যোগে,আইহো হাটখোলা প্রাঙ্গণ অনুষ্ঠিত হতে চলেছে ৪১ তম ৩২প্রহর ব্যাপী, শ্রী শ্রী গৌড়গোবিন্দের লীলারস কীর্ত্তনোৎসব।লীলারস কীর্ত্তনোৎসব শুরুর আগে সোমবার বিকেলে কলেজ যাত্রার মধ্যে দিয়ে এই কীর্তনের শুভ সূচনা হয়। এদিন শতাধিক মহিলা লাল পাড় শাড়ি পড়ে মাথায় কলস বা (ঘট) নিয়ে মহানন্দা তীরে খোল করতাল কাসর বাজিয়ে কীর্তনের মধ্যে দিয়ে মহানন্দা তীরে জল ভরে।গোটা আইহো এলাকা পরিক্রমা করে।আইহো হাটখোলা কীর্ত্তন প্রাঙ্গণ এসে কীর্ত্তনের তালে তালে সকল ভক্তরা নাচের মধ্যে দিয়ে। এই কলস যাত্রা শেষ হয়।আজ রাধা কৃষ্ণের পূজার মধ্যে দিয়ে এই কীর্তন শুভ উদ্বোধন হবে।এই কীর্তনে আকর্ষণ হিসেবে থাকছেন লীলা কীর্তন পরিবেশনায় আন্তর্জাতিক খাতনামা তত্ব সম্রাট -প্রদীপ কুমার পাল প্রথম দিন ও দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন।এছাড়াও উপস্থিত থাকবেন বারাসাত থেকে কীর্তনীয়া সোমাশ্রী রায়,পিন্টু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কীর্তনীয়া।