ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলাতে।

0
36

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে পূর্ব বর্ধমান জেলাতেও। সেই মতো আগেভাগেই তৈরি ছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের জন্য তৈরি করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম। গত কাল থেকে নজরদেরই চালানো হয় এই কন্ট্রোল রুম থেকে। সংবাদ মাধ্যমের কাছে জানানো হয় পূর্ব বর্ধমান জেলাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক আধিকারিক জানান, শেষ ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত হয়েছে ২৪.৩ মিলিমিটার।সোমবার বিকেল পর্যন্ত চারটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে,যেমন কেতুগ্রাম এক,কেতুগ্রাম দুই, রায়না দুই এবং পূর্বস্থলী ২ ব্লক।এছাড়াও ৩১ টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ২১৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে দুজন মানুষ মারা যায় তরিতাদহ হয়ে। পূর্ব বর্ধমান জেলায় একটি মাত্র পশু মারা গেছে বলে জানান জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর।
এছাড়াও জেলা জুড়ে ৪৩ টি বাড়ির অল্প বিস্তর ক্ষতি হয়েছে, এবং পাঁচটি বাড়ির পুরোপুরি ক্ষতি হয়েছে সেগুলো রায়না ২ ব্লকে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপলসহ জামা কাপড় বিলি শুরু হয়েছে।