বাড়ি থেকে দেড়শ মিটার দূরে আম বাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাড়ি থেকে দেড়শ মিটার দূরে আম বাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া পরিবার বর্গে। ঘটনাটি ঘটেছে সোমবার সাতসকালে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের সুকানদীঘি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম তেরু আহেরী (৬৫), বাড়ি ওই এলাকাতেই। পরিবারে রয়েছে স্ত্রী, পুত্র ও পুত্রবধূ। সে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। গত সপ্তাহখানেক আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন। তবে বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকতেন বলে জানা গেছে। গতকালও সে মদ্যপান করেছিল, রাত্রিবেলা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন পার্শ্ববর্তী একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে কিভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল তা পরিবারের কেউই বুঝে উঠতে পারছে না। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।