শুন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে শাখা ব্যাংকের ডাকাতির চেষ্টা।

0
39

নিজস্ব সংবাদদাতা, মালদা–-শুন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে শাখা ব্যাংকের ডাকাতির চেষ্টা।মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুস্কৃতির ডাকাতির চেষ্টা।হাতে বন্দুক মুখে কাপড় বাধা রাস্তার উপরে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায়। ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্র ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান। আর সেগুলোতেই ডাকাতের ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা।পুলিসের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে।

শিহরণ জাগানো সিসিটিভির ফুটেজ। গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দাপিয়ে বেড়াল একদল সশস্ত্র দুষ্কৃতী। গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত-সন্ত্রস্ত করে ডাকাতির চেষ্টা করল ভূতনীর হরচন্দ্রপুরে। যদিও ডাকাতির ব্যর্থ হল এলাকায় মোতায়েন সিভিক ভলান্টিয়ার ও এলাকাবাসীর তৎপরতায়। উল্লেখ্য, রবিবার ভোরবেলা মালদা শহরের বুকে মাধবনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটার আগে রবিবার গভীর রাতে মালদার ভূতনীর থানার হরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে সাত-আটজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল। দুষ্কৃতীরা ডাকাতির প্রাক্কালে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত-সন্ত্রস্ত করে। এরপর ডাকাতির উদ্দেশ্যে এলাকায় দাপিয়ে বেড়ায়। ওই সময় এলাকায় মোতায়েন সিভিক ভলান্টিয়ার এবং এলাকাবাসী তৎপর হয়ে বাইরে বেড়িয়ে আসেন। তাই পরিস্থিতি বেগতিক দেখে মুখ ঢাকা সশস্ত্র দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।। তবে চম্পট দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে এক সশস্ত্র দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভরতি প্রচুর অস্ত্রশস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই আতঙ্কের থমথমে পরিবেশ চোখে পড়ে মালদার ভূতনীর থানার হীরানন্দপুর অঞ্চলের হরচন্দ্রপুর এলাকায়।