৩০মে অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে দমদম মতিঝিল কলেজ লাগোয়া রাস্তায় WBCUPA আয়োজিত পথসভায় অধ্যাপক ব্রাত্য বসু ।

0
37

নিজস্ব প্রতিনিধি, দমদমঃ- আজ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা তথা সমগ্র শিক্ষা সেল আয়োজন করে এক নির্বাচনী পথসভা।এই পথসভায় বক্তব্য রাখেন শিক্ষা সেলের শিক্ষক প্রতিনিধি খাদিজা খাতুন ও অন্যান্য শিক্ষক প্রতিনিধি, বক্তব্য রাখেন অধ্যাপক সমিতির রাজ্য কমিটির সহকারী সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ,যুগ্ম সম্পাদক অধ্যাপক অসীম মন্ডল, সহযোগী সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন, অধ্যাপক দীপেন বিশ্বাস, এছাড়া বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক সুমন বন্দোপাধ্যায় ও অধ্যাপক মণিশঙ্কর মন্ডল প্রমুখ। শিক্ষক ও অধ্যাপকদের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদির অপশাসন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রাধান্য পায়, প্রত্যেকেই অধ্যাপক সৌগত রায়কে চতুর্থ বারেও বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বাংলা তথা দেশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমৃদ্ধশালী করার আশ্বাস দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান আমজনতার কাছে।


সবশেষে বক্তব্য রাখেন শিক্ষা সেলের চেয়ারম্যান ও ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু। অধ্যাপক বসু তার বক্তব্যে মোদি সরকারের, মিথ্যাচার ,অবসম্ভাবী পতন ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন একমাত্র তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন শিক্ষক ও অধ্যাপকদের সংগঠন এবার মাঠে নেমে যেভাবে ৪২টি কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার করেছে তা ইতিহাসে সাক্ষী থাকবে, তাদের লড়াই, আন্দোলন যে বিফলে যাবেনা তার কথা তুলে ধরে সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। এবং অধ্যাপক সৌগত রায়কে উন্নয়নের ধারা বজায় রাখতে জয়ী করার আহ্বান জানান। বিকেল ৫.৩০থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলে এই পথসভা, দমদম এলাকার প্রায় তিন শতাধিক শিক্ষক ও অধ্যাপক এই পথসভায় উপস্থিত ছিলেন। নির্বাচন প্রচারের শেষ প্রহরেয় ওয়েবকুপা তথা শিক্ষা সেলের আহ্বান পথ চলতি হাজার মানুষকে উদ্বুদ্ধ করে তাদের প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে জয়ী করতে।