বালুরঘাট স্টেশনে থাকা ৮৪০ টি আকাশমণি গাছ নিধন করতে চলেছে রেল, প্রতিবাদে নাগরিক সমাজ।

0
44

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাট স্টেশনে থাকা ৮৪০ টি আকাশমণি গাছ নিধন করতে চলেছে রেল। সম্প্রতি এনিয়ে টেন্ডারের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যা নিয়েই শোরগোল পরিবেশকর্মী সহ রেল উন্নয়নের বিভিন্ন সংগঠনের। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছগুলি সম্পূর্ণ নিধন করার প্রতিবাদ তাদের।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা বালুরঘাট স্টেশন ঘিরে রয়েছে কয়েকবিঘা রেলের জমি। ২০০৪ সালে ট্রেন চালুর পরেই এই ফাঁকা জমিতে কয়েক হাজার মূল্যবান গাছ লাগানো হয়েছিল। সেগুলি এখন বড় এবং যথেষ্ট পরিণত। পরিবেশ রক্ষা এবং সৌন্দার্যায়নে এখন বড় ভূমিকা নিয়েছে সেই গাছগুলি। কিন্ত সম্প্রতি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৮৪০ টি আকাশমণি গাছ নিলাম করা হবে। আগ্রহীদের টেন্ডার জমা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে এতগুলো গাছ একসঙ্গে নিধন করার প্রক্রিয়া শুরুতেই রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিবেশ কর্মী এবং রেল উন্নয়ন কমিটিগুলো। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন অনেকে।