মালদহের তাপমাত্রা যে হারে বেরে চলেছে নাজে হাল সাধারণ মানুষ।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহের তাপমাত্রা যে হারে বেরে চলেছে নাজে হাল সাধারণ মানুষ। গরমের জেরে ডাবের জল আখের রস বেল সহ বিভিন্ন ফলের জুসের চাহিদা বাড়ছে মালদহে।জেলার বিভিন্ন জায়গায় সাথে যে ভাবে তাপদাহর কারণে ব্যাপকভাবে গরম পড়ছে। গরমের কারণে মানুষ জীবন বিপন্ন হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ।এমনি ছবি দেখা গিয়েছে মালদহের গাজোল শহরের বিভিন্ন এলাকায় যার ফলে চাহিদা বারছে ডাব আখের রস বিভিন্ন ফলের জুসের দোকানে লোকের ভিড় উপচে পড়েছে ।গরমের হাত থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য মানুষ ডাবের জল আখের রস পান করছেন এছাড়াও বেলের শরবত নসি সেবন করছেন ।কদুবাড়ি এলাকার বাসিন্দা অসিত বিশ্বাস বেশায় ফল বিক্রেতা, তিনি বলেন- কয়েক দিন ধরে গাজোলে ব্যাপকভাবে তাপদাহর কারণে ব্যাপক ভাবে গরম পরেছে ।তাপদাহর কারণে ডাবের জল আখের রস সহ বিভিন্ন ফলের জুসের চাহিদা বাড়ছে ।যার ফলে এলাকায় ডাব পাওয়া যাচ্ছে না নদীয়া থেকে ডাব কিনে নিয়ে এসে গাজোল বাজারে বিক্রি করছি ফলে বেশি দামে ডাব বিক্রি করতে হচ্ছে একটা ডাব ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করতে হচ্ছে। গাজোল বাসী অরবিন্দ ঘোষ,বুলবুল আহমেদ বলেন বেশ কয়েকদিন ধরে গাজোলের তাপদাহর প্রচন্ডভাবে গরম পড়ছে যার কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইচ্ছেন না। ঠান্ডা জাতীয় জুস শরবতের আখের রস দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।