আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া!

0
36

নিজস্ব সংবাদদাতা, মালদা : —আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া! গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে৷ কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম৷ এনিয়ে গ্রামে সভাও হয়৷ সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসাবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ৷ অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তাঁর তৃণমূল নেতা স্বামী৷ লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে৷ সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে৷ অনেকটা সময় ধরে তুকতাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাঁকে আরও একবার ডাইনি ঘোষণা করেন৷ এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ পঞ্চায়েত সদস্যার স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন৷ তাঁকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও৷ পরদিন ফের তাঁদের দু’জনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়৷ অসুস্থ হয়ে পড়েন তাঁরা৷ শেষ পর্যন্ত পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷
ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের৷ পরের অভিযোগ আরও মারাত্মক৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান৷ কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তাঁর সেই অভিযোগপত্র গ্রহণ করেননি৷