নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কল্যাণীর সীমান্তে শুট আউটের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ আরো দুজন। ধৃতদের আদালতে তোলা হয় । জানাযায় গত ২৮ তারিখ রাতে অজয় মাহাতো সহ এক যুবক স্কুটি গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় অজয় মাহাতো। তাকে নিয়ে যাওয়া হাসপাতালে, যদিও পরবর্তীতে জানা যায় অজয় মাহাতো একজন তৃণমূল কর্মী, এরপরেই ঘটনার তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। এদিন মূল অভিযুক্ত বিশাল মাহাতো সহ আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত বিশাল মাহাতোর বর্ধমানে বাড়ি, তাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, আরো দুই ধৃতের নাম অনিল ও জিৎ। তাদের তিনজনকেই আজ পুলিশ আদালতে পাঠানো হয়, তবে অভিযুক্তদের কতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।