নিজস্ব প্রতিনিধি, কলকাতঃ- আজ ছিল লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারের শেষ দিন। প্রচারের অন্তিমলগ্নেও পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা কলকাতার রাজপথে তথা বিদ্যাসাগরের কলেজের সামনে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজন করে এক নির্বাচনী পথসভা। বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় পথসভাটি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো-র কারণে পথসভাটি শুরু হতে বিলম্ব হয়, ওয়েবকুপার বহু অধ্যাপক সেখানে আটকে পড়েন।
বেলা ৪টে নাগাদ শুরু হয়ে ৫টা নাগাদ চলে এই পথসভা।এই পথসভায় সভাপতিত্ব করেন বিদ্যাসাগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ওয়েবকুপার প্রবীণ নেত্রী অধ্যাপিকা সুদীপা বন্দ্যোপাধ্যায়।শুরুতেই বক্তব্য রাখেন ওয়েবকুপা রাজ্য কমিটির সহযোগী সম্পাদক ও ওয়েবকুপা রাজ্য নির্বাচন কমিটির সদস্য অধ্যাপক মহীতোষ গায়েন,তিনি তার বক্তব্যে ,বিজেপি ও মোদি সরকারের মিথ্যাচার, অপশাসনের কথা এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর গদ্দারি ও কৃতজ্ঞহীনতার ঘটনা উপস্থাপন করে কংগ্রেসের প্রবীণ নেতা, দীর্ঘদিনের সাংসদ তৃণমূল প্রার্থীকে কেন জয়ী করবেন তার ক্ষুরধার যুক্তি উপস্থাপন করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে পুনঃরায় জয়ী করার আবেদন জানান। এরপর বক্তব্য রাখেন ওয়েবকুপার রাজ্য কমিটির সহকারী সম্পাদক, টিভি মিড়িয়ার স্পোক পার্সন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, তিনিও তার বক্তব্যের মধ্যে মোদি সরকারের পতন আসন্ন ও তার কারণ ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই জয়ী করার আহ্বান জানান। বক্তব্য রাখেন ওয়েবকুপার নতুন প্রজন্মের অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, তিনি পরিসংখ্যান এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে আবেদন জানান,এছাড়াও বক্তব্য রাখেন ওয়েবকুপার অধ্যাপক অভিজিৎ বর্মণ।ওয়েবকুপার রাজ্য কমিটির সহযোগী সম্পাদক সানোয়ার মোল্লা ও অধ্যাপিকা সুদীপা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দু’চার কথা বলে তাকে জয়ী করার আহ্বান জানান। তৃণমূল ছাত্র পরিষদের বিদ্যাসাগর কলেজ ইউনিটের তরুণ প্রজন্মের নেত্রী প্রিয়াঙ্কা রায় নারীর ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরে তৃণমূল প্রার্থীকেই জয়ী করতে আবেদন জানান।সব শেষে বক্তব্য রাখেন রাখেন বিদ্যাসাগর কলেজের জিএস তরুণ তুর্কি নেতৃত্ব মনিরুল মন্ডল, মনিরুল তার বক্তব্যে তৃণমূল থেকে বেড়ে উঠে গদ্দারদের পরিসংখ্যান তুলে ধরে কেন বিজিপি প্রার্থীকে ভোট নয় এবং কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবেন তার ইতিহাস ব্যাখ্যা করে প্রাঞ্জল বক্তব্য রাখেন। সমগ্র সভাটির সঞ্চালক ছিলেন ওয়েবকুপার সৃষ্টিকাল থেকে পোড় খাওয়া অধ্যাপক নেতা মহীতোষ গায়েন, প্রচারের অন্তিমলগ্নে তিনি শায়েরি উদ্ধৃত করে সমবেত স্লোগানের মাধ্যমে যথাসময়ে উত্তর কলকাতার জনপ্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার সমবেত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এই পথসভায় অধ্যাপক প্রশান্ত চৌকিদার সহ বেশকিছু অধ্যাপক, শেষবেলাতেও পঞ্চাশ জন তৃণমূল ছাত্রপরিষদের নেতৃত্ব ও সদস্য সহ শতাধিক তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন ।পথসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান পৌঁছে যায় পথচলতি ও পার্শ্ববর্তী হাজার মানুষের কানে।