হিমাচল হিমালয়ের ৫২৮৭ মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গ অভিযানের কথা ঘোষণা।

0
43

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বেশ কয়েকটি দুর্গম টেকিং এর অভিজ্ঞতা সঞ্চয় করে এবার হিমাচল হিমালয়ের ৫২৮৭ মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গ অভিযানের কথা ঘোষণা করলেন বছর দুয়েক আগে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পর্বতারোহীদের নিয়ে গড়ে ওঠা পর্বতারোহন সংগঠন নবদ্বীপ অলটিটিউড ডট ইনের সদস্যরা।২৯ শে মে বুধবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আগামী ৮ ই জুন থেকে ২০ শে জুন পর্যন্ত এই অভিযানের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সংবাদমাধ্যমের কাছে। এই অভিযানের ১০ জন সদস্যের ডেপুটি টিম লিডার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সৈকত সাহা জানান, তিনি ছাড়াও এই টিমে রয়েছেন টিম লিডার মিলন চ্যাটার্জী মনোজিৎ সাহা গৌরব সাহা ঋত্বিক দে সমরেশ সাহা হিমাদ্রি সাহা অভিজিৎ সাহা, অরূপ রায় মুখার্জি ও শমিক কুন্ডু।তাঁর কথায়,পরিস্থিতি অনুকূল থাকলে ১৬ই জুন সকালে তারা মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গে পৌঁছবেন। যদিও আবহাওয়া বিরূপ হলে এক্ষেত্রে একদিন অতিরিক্ত সময় ধার্য করা আছে বলে জানান তিনি। ২০ শে জুন অভিযাত্রী দলের নবদ্বীপে ফিরে আসার কথা।