নদীর পার বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হচ্ছে সৌন্দর্যায়ন।

0
58

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীর পার বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হচ্ছে সৌন্দর্যায়ন। নদীর সৌন্দর্যকে উপভোগ করতে মানুষের জন্য ধাপে ধাপে করা হবে বসার জায়গা। ফুটিয়ে তোলা হবে মনোরম পরিবেশ। এদিন নদীয়ার শান্তিপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট ও শ্যামচাঁদঘাট পর্যন্ত কালো বস্তা ফেলে এভাবেই সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এটি ৪০০ দিনেরও বেশি প্রজেক্ট। বহুদিন আগে থাকতেই কাজ শুরু হয়েছে এখন কালো বস্তা ফেলে কাজ শেষ হবে। আর বেশ কয়েকটি ঘাটে মানুষের মনোরঞ্জনের জন্য করা হবে সৌন্দর্যায়ন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নদীর পাড়ে বসে সময় কাটাতে পারবে। তবে ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী প্রচেষ্টায় এই নদীর পাড় বাধানোর কাজ শুরু হয়েছে বলে জানান কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক।