নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই ভোটের গণনা নিয়ে আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল দুই শিবিরে শুরু জোর তরজা।

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই ভোটের গণনা নিয়ে আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল দুই শিবিরে শুরু জোর তরজা। তৃণমূল এই কেন্দ্রে টাকা দিয়ে গণনার ফলাফলে কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের এডিএম জেলা পরিষদ সুবর্ণ রায়কে গণনা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি। তার একদিন পর শুক্রবার ফের গণনা কেন্দ্রে টাকা দিয়ে ফলাফলে কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মনোজ বলেন, “কিছুদিন আগেই দুই তৃণমূল নেতা কলকাতায় গিয়ে সব সেট করে আসেন। কলকাতা থেকে শিলিগুড়িতে এক ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা আনা হয়। সেই টাকা আলিপুরদুয়ারে ঢুকেছে। এই টাকা ছড়িয়ে গণনার দিন ফলাফলে কারচুপি করার প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল।”