হঠাৎই ভোরের ঝড়ে লন্ডভন্ড গড়বেতা,ভেঙে পড়ল দুই শতাধিকের বেশি গাছ ।

0
48

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত শুক্রবারের ভরে হঠাৎই ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের এক নম্বর এবং দুই নম্বর,তিন নম্বর ও চার নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা,ভেঙে পড়ল দুই শতাধিকেরও বেশি গাছ, জানা গিয়েছে গড়বেতা বন বিভাগের অন্তর্গত এক নম্বর কাদরা উত্তর বিল,দুই নম্বর সন্ধিপুর,তিন নম্বর শ্যামনগর, চার নম্বর বড়মুড়া অঞ্চলের একাধিক গ্রামে ভেঙে পড়ল প্রায় দুই শতাধিকেরও বেশি গাছ, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে দুইদিন ধরে সেই গাছ সরানোর কাজ করছে বনদপ্তরের কর্মীরা,পাশাপাশি রাতের অন্ধকারে যাতে সেই গাছ কেউ চুরি না করতে পারে তারই জন্য রাতে পাহারা দিচ্ছেন বণকর্মীরা,এমনটাই জানা গিয়েছে বনদপ্তর সূত্রে,তবে ভোরের এই ঝড়ে এতগুলি গাছ পড়ে যাওয়ায় আগামী দিনে গাছ লাগানোর উদ্যোগ নিতে চলেছে বনদপ্তর।