খাবারের লোভে জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির হানা অব্যাহত ফালাকাটা ব্লকে।

0
43

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খাবারের লোভে জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির হানা অব্যাহত ফালাকাটা ব্লকে। শনিবার রাতে একটি হাতির পাল হামলা চালিয়ে বেশ কয়েক বিঘা ধান ক্ষেত ও ভূট্টা ক্ষেত নষ্ট করে দেয়। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি ও হেদায়েতনগর এলাকার। বারবার হাতির হানায় ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। তাঁরা বুঝে উঠতে পারছেন না এরপর কী করবেন। শনিবার গভীর রাত্রে জঙ্গল থেকে হাতির একটি দল চলে আসে বেংকান্দি এলাকায় সেখানে ভুট্টা খেতের নষ্ট করে দিয়ে হেদায়েতনগরের প্রায় দেড় বিঘা জমি ধান খেয়ে সাবাড় করে নষ্ট করে দেয়। বৃষ্টিকে উপেক্ষা করে চলে ওই ফসলের ক্ষেত তছনছের পালা। এই ঘটনায় মাথায় হাত কৃষকদের। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, লাভের আশায় ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছি। এখন ফসল সেভাবে বের হওয়া শুরু হয়নি। তাতেই হামলা চালাচ্ছে হাতি। তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত ওই ক্ষেত থেকে আর ধান পাওয়া যাবে না। এই ঘটনায় তাঁরা বন দফতরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।এদিকে বন দফতর সূত্রে বলা হয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।