নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চোলাই মদের বিরুদ্ধে বীরপাড়া আবগারি দপ্তরের অভিযান অব্যাহত। রবিবার বীরপাড়া আবগারি দপ্তর অভিযান চালিয়ে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান, দলগাঁও চা বাগান এবং মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া বাজার থেকে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ভুটান বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর।এদিন বীরপাড়া আবগারি দপ্তরের ওসি দীপক কুমার সাহার নেতৃত্ব অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ, ১ হাজার ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,বেশ কয়েকটি হাঁড়ি বাজেয়াপ্ত ও নষ্ট করল আবগারি দপ্তর। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। চোলাই মদের বিরুদ্ধে অভিযান ক্রমাগত চালিয়ে যাওয়া হবে বলে বীরপাড়া আবগারি দপ্তর সূত্রে খবর।