নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- .লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস উদযাপন উৎসব উপলক্ষে সারাবাংলায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজাপাঠ সেরকমই নদীয়ার শান্তিপুর কলেজ মোর লোকনাথ মিশন শান্তিপুর ধামের মন্দিরে চলছে বিশেষ পুজো পাঠ।সারাদিন পুজোপাঠ এবং সকালে বাল্য ভোগের মাধ্যমে লোকনাথের আরাধনা চলছে। সন্ধ্যায় হবে বিশেষ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে লোকনাথ মিশনের সভাপতি তারকদাস জানান এই পুজো বহু পুরোনো। সারা বছর নিত্য পুজো এবং আজকের দিনে বিশেষ পুজো করা হয় বাবা লোকনাথের। ভক্ত বৃন্দদের জন্য থাকে বিশেষ ভোগের ব্যবস্থা। অপরদিকে আজকের এই বিশেষ দিনে শান্তিপুরে উপস্থিত হয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এর কোষাধক্য লিলি চক্রবর্তী। তিনি জানান বাবা লোকনাথ এর তোরন্ধান দিবস না এটা হলো স্মরণ উৎসব। বাবা আমাদের মাঝেই আছেন। আমরা বিশেষ ভাবে আজকের দিনে বাবার আরাধনা করি। আজকের দিন সারা বিশ্ব বাসি বাবার আরাধনা করে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়ার শান্তিপুর কলেজ মোর লোকনাথ মিশন শান্তিপুর ধামের মন্দিরে চলছে লোকনাথ ব্রহ্মচারীর...