বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাচবেন না, উত্তর প্রদেশ ট্রিটমেন্ট হবে : সুকান্ত মজুমদার।

0
79

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাচবেন না, উত্তর প্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে, গুন্ডাদের উদ্দেশ্যে হুশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-এর। চলতি লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গত শনিবার। যার পরে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলি শনিবার রাত্রেই তাদের সমীক্ষা পেশ করে। বেশীরভাগ সমীক্ষক সংস্থাগুলিই তাদের পেশ করা সমীক্ষায় রাজ্যের নির্বাচনী ফলাফলে বিজেপির ভালো ফল করার সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়ে সম্ভাবনাময় তথ্য পেশ করেছে। সমীক্ষক সংস্থাগুলির প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষায় বর্তমানে মনোবল চাঙ্গা নীচু তলার বিজেপি কর্মী সমর্থকদের। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ পরবর্তী রবিবার বালুরঘাটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মোদীজী যে ক্ষমতায় আসবে তা নিয়ে কারো দ্বিমত নেই, এমনকি বিরোধী দলের নেতারা তারাও জানে, সেজন্য তো ১ তারিখে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না। তিনি বলেন লাল কেল্লায় মোদীজীর হাতেই তিরাঙ্গা উঠবে। তবে বঙ্গে ৩০ আসন জয় যে বিজেপির যে টার্গেট তা উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন আমাদের টার্গেট ৩০, ৩০ পর্যন্ত যতক্ষণ না পৌছচ্ছি ততক্ষণ আমাদের লড়াই চলবে, ৩০ পেরোলে তবে আমরা ধরে নেব যে আমরা জিতেছি। ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন এদিন সুকান্ত মজুমদার।সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়েছে, নদীয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতায় অর্থাৎ কলকাতার প্রাণ কেন্দ্র সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো শুরু হয়েছে, কার তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। সংবাদমাধ্যমের আক্রান্ত হওয়ার ঘটনায় এদিন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান। ভোট পরবর্তী ১৫ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সুকান্ত মজুমদার সন্তোষ প্রকাশ করলেও কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখার তিনি দাবী জানিয়েছেন। সুকান্ত মজুমদার-এর বক্তব্য আমরা চাইব কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে।