মহাসমারহে বালুরঘাটের স্বর্গীয় অজিত ঘোষের নিজস্ব বাটিতে ধুমধামের সাথে পালিত হল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্ভচারীর ১৩৪ তম স্মরোনৎসব।

0
50

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- মহাসমারহে বালুরঘাটের স্বর্গীয় অজিত ঘোষের নিজস্ব বাটিতে ধুমধামের সাথে পালিত হল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্ভচারীর ১৩৪ তম স্মরোনৎসব। আজ থেকে প্রায় ৬৮বছর আগে স্বর্গীয় অজিত ঘোষ মহাশয় বালুরঘাটে তার নিজস্ব বাস ভবনে লোকনাথ স্মরোনৎসব পুজা শুরু করেন।বালুরঘাটে সেই লোকনাথ বাবার পুজো শুরু হলেও পরে কালের নিয়মে তা এখন জেলা তথা উত্তরবংগের সর্বত্র ছড়িয়ে পড়ে।প্রায় প্রতিটি ঘরে ঘরে এখন পুজিত হয়ে থাকেন বাবা।বলতে গেলে এই জেলায় অজিত বাবুই এই পুজোর প্রচলন শুরু করেন।বর্তমানে তার দুই ছেলে অজয় ও স্বপন ঘোষ যথাযথ মর্যাদার সাথে তাদের লোকনাথ বাবার স্মরোনৎসব পালন করে আসছেন। সারা দিন প্রচুর ভক্তজন বাবার প্রসাদ গ্রহন করেন এদের পুজোয়।উত্তরবংগ তো বটেই উত্তরবংগের বাইরের জেলা ও এমনকি দিল্লি মুম্বাই থেকে এবার ভক্তরা এই উৎসবে যোগ দিতে এসেছেন।