CPI (M) প্রার্থীর গণনা এজেন্টকে মারধর করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।

0
38

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গণনার আগেই রাজনৈতিক সন্ত্রাস রানাঘাট ২ নম্বর ব্লকে। এবার CPI (M) প্রার্থীর গণনা এজেন্টকে মারধর করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সকালে আনুমানিক ১১ টা নাগাদ রানাঘাট পূর্ব ১ এরিয়া কমিটির সদস্য CPI(M) নেতা অপূর্ব মজুমদার মাটিকুমড়া বাজারে বাজার কমিটির মিটিংয়ে যোগ দিতে যান। অভিযোগ, তখনই ওই বাম নেতাকে মারধর করে রানাঘাট ২ ব্লক সভাপতি আশীষ দাস ও তার অনুগামীরা তাকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা ওই বাম নেতাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই বাম নেতা। ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।