তিন দিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রহস্যজনক নিখোঁজ, আর যার জেরে চাঞ্চল্য কোলাঘাট জুড়ে।

0
41

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট পূর্ব মেদিনীপুর:- তিন দিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রহস্যজনক নিখোঁজ, আর যার জেরে চাঞ্চল্য কোলাঘাট জুড়ে। জানা গেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না শনিবার ভোরে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলেন। পরে ছেলের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকেই পঞ্চায়েত সমিগির সভাপতি সুরজিৎ মান্নার নিখোঁজ হয়। আজ তিন দিন হয়ে গেলেও পরিবারে ফিরে আসেননি সুরজিৎ বাবু। কি কারনে তার নিখোঁজ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, তার গ্রাম দেঁড়িয়াচকে প্রামে একটি ক্লাবে স্বল্প সঞ্চয় প্রকল্প খুলে ছিলেন প্রায় বছর আষ্টেক আগে। গ্রামের মানুষদের কাছ থেকে লোভনীয় সূদে টাকা তোলা হতো বলে অভিযোগ। তবে সম্প্রতি বছর খানেক টাকা ফেরত পাচ্ছিলেন না গ্রাহকেরা এমন টাই অভিযোগ। ভোটের কয়েক দিন আগেও গন্ডগোল হয় ক্লাব সংস্থার সাথে।সুরজিৎ বাবু ঐ ক্লাবের উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। জানা গেছে গতকাল কিছু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা ছিলো। মনে করা হচ্ছে টাকা ফেরৎ না দিতে পারার কারনেই আত্মগোপন করেছেন, এমনটাই মনে করছেন স্থানীয় কিছু মানুষ জন। তবে এ বিষয়ে পরিবার থেকে কোন মন্তব্যই পাওয়া যায়নি।ক্যামেরার সামনে স্ত্রী ও ছেলে কেউই আসেন নি। তবে এই রহস্য জনক নিখোঁজকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট ব্লক জুড়ে।
বাইট.১ স্বপন রাউৎ ( গ্রামবাসী)
২.জগন্নাথ প্রামানিক ( পঞ্চায়েত সদস্য, দেঁড়িয়াচক, বিজেপি)
৩. চিত্তরঞ্জন মাইতি ( জেলা তৃণমূল নেতা)
4. ৪. দেবব্রত পট্টবায়েক ( জেলা বিজেপি নেতা)