নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে গগনা কাজে : খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী।

0
69

মালদা, নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে গগনা কাজে। এমনই অভিযোগ করলেন মালদা দক্ষিণ ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী। এই বিষয়ে খগেন মুর্মু জানান
অস্থায়ী কর্মীদের তালিকা দিয়ে লিখিত অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৬ ই মার্চ তারপর ২১ শে মার্চ জেলাশাসক একটি চিঠি ইস্যু করেছেন যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু অস্থায়ী কর্মীকে গণনার কাছে নিয়োগ করা হয়েছে। অথচ তারা সরকারি কর্মী নয়। নির্বাচন কমিশনের নির্দেশ কে অমান্য করেই এই করেছেন জেলা শাসক। আমরা চাই এদেরকে অতিসত্বর গণনার কাছ থেকে রিমুভ করা হোক, কারণ আমরা তাই স্বচ্ছ এবং নিরপেক্ষ গণনা হোক। বিষয়টি নির্বাচন কমিশন কেও জানিয়েছি।

বাইট – খগেন মুর্মু উত্তর মালদা কেন্দ্র বিজেপি প্রার্থী।