জনতার রায় যদি বিমুখ হয় তাহলে সেটা মাথা পেতে নিতে হবে মহুয়া মৈত্রর কাছে পরাজিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন রাজবধূ অমৃতা রায়।

0
46

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রথমেই বলা হয়েছিল আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই অরাজনৈতিক ব্যক্তিত্ব তাই দল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতোই প্রচার করেছি এবং কাজ করেছি তবে জনতার রায় যদি বিমুখ হয় তাহলে সেটা মাথা পেতে নিতে হবে মহুয়া মৈত্রর কাছে পরাজিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায় তিনি আরো জানান দলের অভ্যন্তরে কেউ তার বিরুদ্ধে গিয়েও ভোট করাতে পারে তার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি তবে ভোট যেভাবে হয়েছে সাধারণ মানুষ যা রায় দিয়েছেন তাতেই আজ মহুয়া মৈত্র জয়লাভ করেছে ভবিষ্যতে দলত্যাগ তিনি করছেন না রাজনীতি বড় ভাবে করতে গেলে দলে থেকেও করা যায় না থেকেও করা যায়। তবে তিনি চাইছেন রাজনীতির আঙিনায় থেকে বিজেপি দলের সাথে যুক্ত থেকেই কাজ করতে অপরদিকে কৃষ্ণনগরের উন্নয়ন এবং বিভিন্ন রকম কাজের খতিয়ান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবি নি তবে যদি ভাবতে হয় অবশ্যই সে বিষয়েও আলোকপাত করবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দুবার তার হয়ে প্রচারে আসলেও কেন জয়লাভ হলো না এই প্রসঙ্গে অমৃতা রায় জানান যখন রাস্তায় বেরিয়েছিলাম সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি তবে মনে হচ্ছে কোন রাজনৈতিক ভুল হয়ে থাকতে পারে।