লোকসভাতে ভালো ফল করেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত,উত্তেজনা চন্দ্রকোণাতে ।

0
39

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২৪ শের ফলাফলে তৃণমুলের রেকর্ড জয়লাভের পরেও দলীয় কোন্দল মেটার কোনো লক্ষণ নেই!নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূলে তৃণমূলে লাঠালাঠি,মাথা ফাটল তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অপর এক তৃণমূল কর্মীর,উভয়পক্ষ পুলিশের দ্বারস্থ।অঞ্চল সভাপতি বনাম অঞ্চল যুব সভাপতির দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বামুনিয়া।
সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায়।জানাযায় কাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে,জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী।কিন্তু চন্দ্রকোনা বিধানসভার বামুনিয়া বুথে তৃণমূল ফলাফলে পিছিয়ে।বুথে তৃণমুলের ফল খারাপ নিয়ে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি।উভয় পক্ষেরই ধারণা দলের অন্তরঘাতের ফলে তৃণমূলের ফল খারাপ হয়েছে এই বুথে। এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মালতি পানে অভিযোগ,কিছু তৃণমূল কর্মী যারা পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে তাকে হারানোর চেষ্ঠা করেছিল তারাই অঞ্চল সভাপতির মদতে ছড়ি ঘোরাচ্ছে এবং দলের পঞ্চায়েত সদস্যাকে হেনস্থা করে চলেছে।আহত পঞ্চায়েত সদস্যার অভিযোগ বুথ সভাপতি ও অঞ্চল সভাপতির মদতে আজ তার বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়।পঞ্চায়েত সদস্যার পাশে দাঁড়িয়ে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধেই ঘটনার দায় চাপিয়েছেন অঞ্চলের যুব সভাপতি।
অঞ্চল সভাপতি ঘনিষ্ট ওই বুথের তৃণমুল কর্মী আহত শম্ভু বাগের পাল্টা অভিযোগ,পঞ্চায়েত সদস্য ও অঞ্চলের যুব সভাপতি বিজেপিকে মদত দিচ্ছে, তাই এই বুথে ফল খারাপ হয়েছে।এই নিয়ে উভয়পক্ষ উভয় পক্ষের উপর লাঠি নিয়ে চড়াও হয়।যদিও অঞ্চল তৃণমূল সভাপতি বলেন,নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল সমস্যা সমাধান হয়ে গেছে।ঘটনায় উভয়পক্ষ পুলিশের দ্বারস্থ হলেও কোনো তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি।