শান্তিপুর বন্ধুর বিশ্বপরিবেশ দিবস পালন – ২০২৪।

0
44

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ ৫ই জুন বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও শান্তিপুর বন্ধুর কার্য্যালয় থেকে সকাল ৭টায় প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ সংগঠনের সকল সদস্যদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক একটি র‍্যালী শুরু হয়ে সেই র‍্যালী শেষ হয় নতুনহাট পুলিশ ফাঁড়ির (দিশারী ভবনের) সামনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষিকা ও বন্ধুর শুভাকাঙ্খী শ্রীমতি সুদীপ্তা দাস মহাশয়া, শ্রী প্রশান্ত ঘোষ, (ম্যানেজার এন.ইউ.এল.এম), সাক্সেস কম্পিউটার এডুকেশন, মার্ভেলাস কোচিং-এর প্রায় শতাধিক ছাত্রছাত্রী সহ শান্তিপুর বন্ধুর বহু শুভাকাঙ্খী মানুষজন অংশ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রথমেই অতিথিবর্গ পরিবেশ সচেতনতামূলক বক্তব্য রাখেন। পরে শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে দুটি গাছ (রাধাচূড়া ও পলাশ) গাছ রোপন করা হয়। সাথে দুইজন বিশেষচাহিদা সম্পন্ন ছাত্র শ্রী প্রীতম দাস ও শুভজিৎ বিশ্বাসের হাতে ওদের আবেদন করা বইগুলি, শিক্ষাসরঞ্জাম, মানপত্র ও আর্থিক সহোযোগীতা তুলে দেওয়া হয়।

শেষে শান্তিপুর বন্ধুর সম্পাদক শ্রী জয়ন্ত পাল সকলের উদ্দেশ্যে জানান যে, পরিবেশকে সুস্থ ও সুন্দর করে তুলতে সবসময় সচেষ্ট হবে এবং দুইজন বিশেষচাহিদা সম্পন্ন ছাত্র শ্রী প্রীতম দাস ও শুভজিৎ বিশ্বাসের tivate আগামী দিনেও পড়াশুনার জন্য শান্তিপুর বন্ধু সর্বদা পাশে থাকবে।