স্কুলের কচিকাঁচাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদা--হরিশ্চন্দ্রপুর- এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবকুল।প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না বরং মানুষের অত্যাচারে আরো বেশি নগ্ন হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য।তাই আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নিলেন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন।স্কুলের কচিকাঁচাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।বৃক্ষ রোপনের পাশাপাশি শিশুদের মধ্যে তিন শতাধিক পেয়ারা,
আম,মেহগনি ও কৃষ্ণচূড়া গাছ বিতরণ করা হয়।পরিবেশ সচেতনতা‌মূলক গানের উপর নৃত্য পরিবেশন করেন শিশুরা।
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল সহ বিশিষ্টজনেরা।অমলবাবু বলেন,
প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে,তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো কয়েক গুণ।এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতিবছর অন্ততপক্ষে ১০০ টি করে গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই।