দুর্ঘটনা থেকে বাঁচতে রক্ষা কালী মায়ের পূজো।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা:– দুর্ঘটনা থেকে বাঁচতে রক্ষা কালী মায়ের পূজো।জেনে নেওয়া যাক কেন এই কালীপূজা দেওয়া হয়।পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘী এলাকার বাসিন্দারা।জানিয়েছেন,বিগত ২০১৪ সালে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের।এছাড়াও অনেক সময় দুর্ঘটনা ঘটতে থাকতো সেই রাস্তার উপর। পথ দুর্ঘটনার ফলে রীতিমতো আতঙ্কে কে ছিলেন এলাকাবাসীরা। আতঙ্ক বিরাজ করছিল তাদের মনে। তবে সেখানকার মানুষজনেরা সিদ্ধান্ত নেন রক্ষা কালী মায়ের পূজো দেওয়ার ।২০১৬ সাল থেকে এই পুজোর সূচনা করেন।নিষ্ঠার সহিত পুজোতে মাতেন সংশ্লিষ্ট এলাকার পুজো কমিটির কর্মকর্তারা। এবারও এই পুজো অনুষ্ঠিত হয়ছে। শুধু তাই নয় বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এদিন এই পুজোকে কেন্দ্র করে বাউল গানের আয়োজনও করা হয়। পাশাপাশি থাকে মেলা ও ভোগ বিতরণের আয়োজন।এদিন এই পুজোর দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে।এদিন বহু ভক্তরা এসে পুজোয় অংশগ্রহণ করেন এবং বাউল গানের মধ্যে মেতে উঠেন তারা। কর্মকর্তাদের আস্থা দেওয়ার পর থেকে অনেকটাই কমেছে।পাশাপাশি এভাবেই তারা পুজো করে যাবেন জানান তারা।