সব জেলায় শিক্ষকরা ১২ মাসের মাইনে পেলেও নদীয়াতে নাকি ১৩ মাসের মাইনে দেয় সরকার?

0
51

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সব জেলায় শিক্ষকরা ১২ মাসের মাইনে পেলেও নদীয়াতে নাকি ১৩ মাসের মাইনে দেয় সরকার? শিক্ষকদের অভিযোগ মাইনে হাতে না পেলেও ১২ মাস বহির্ভূত ওই এক মাসের ট্যাক্স দিতে হবে সরকারকে এমনই ফরমান জারি করা হয়েছে, ডিআই অফিসের এজেন্ট এর পক্ষ থেকে । তাও চলতি বছর হলে সমস্যার সমাধান হয় চট করে কিন্তু চার বছর বাদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের হিসাব ২০২৪ সালে তোলা হয়েছে। আর তারই প্রতিবাদে নদীয়া জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীরা আজ জেলা বিদ্যালয় শিক্ষা পরিদর্শকের শিক্ষাভবনে বিক্ষোভ দেখান। এ বিষয়ে বিক্ষোভ কারি শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা জানান ট্রেজারি থেকে প্রাপ্ত মেসেজ অনুযায়ী ডি আই অফিস তাদের কাছে ১৩ মাসের ট্যাক্স চেয়েছে যা হাস্যকর। তবে এই ভুল কার সেটা তাদের বিষয় কিন্তু শিক্ষকরা তা দিতে একেবারেই বাধ্য নয় আর এই বিষয়ে আজ ডেপুটেশনের মাধ্যমে তাকে অবহিত করা হয়েছে সুরাহা না হলে আগামীতে বৃহৎ আন্দোলন করে জেলা শাসক প্রয়োজনে শিক্ষামন্ত্রী এবং আদালতের দ্বারস্থ হবেন তারা। যদিও রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল শিক্ষক সংগঠন তাই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক কোনরকম প্রতিক্রিয়া দেননি আমাদের।