অভিযোগ পাওয়ার গত দুদিন থেকে বংশীহারী থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি।

0
42

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অভিযোগ পাওয়ার গত দুদিন থেকে বংশীহারী থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে বিভিন্ন গাড়ির বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য।। এখনো পর্যন্ত বংশীহারী থানা প্রায় 14 টি গাড়ি উদ্ধার করে। তবে এক প্রকার কাল ঘাম ছুটছে বংশীহারী থানা কর্তৃপক্ষের। বংসারী থানা এলাকায় জায়গা খুব কম থাকায় ১৪ টি গাড়িতেই থানা চত্বর ভরে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনরাত এক করে বংশীহারী থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা এবং উত্তর দিনাজপুরেও বিভিন্ন গাড়ির খোঁজ পেয়েছে। সেই সমস্ত গাড়িগুলোকে থানায় আনার চেষ্টা করছে। তবে বেশিরভাগ গাড়ির মালিক গাড়ির কোন খোঁজ খবর পাচ্ছে না এবং গাড়ি কোথায় আছে তাও জানতে পারছে না। গাড়ির মালিকরা আদৌ কি তাদের সমস্ত গাড়ি খুঁজে পাবে তা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন সহ বিভিন্ন গাড়ির মালিকরা। গাড়ির মালিকদের আশ্রস্ত করতে বংশিয়ারি থানার পুলিশ তাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি তাদের গাড়ি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে দেবে বলে জানান।