আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,কমবেশি করে আহত ১৫ জন,চাঞ্চল্য নারায়ণগড়ে।

0
44

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,কমবেশি করে আহত ১৫ জন, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারানগড় থানার হাঁদলা এলাকায়, সূত্রে জানা যায়
ভুবনেশ্বর থেকে যাত্রী নিয়ে কলকাতা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগড় এর ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে হাঁদলার কাছে উল্টে গেল বাস। এই ঘটনায় কাটা পড়লো যাত্রীর পা। জানা গিয়েছে শুক্রবার রাতে ভুবনেশ্বর থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে উল্টে যায় বাসটি। ৫০ থেকে ৬০ জন যাত্রী বাসের মধ্যে ছিল। তাদের মধ্যে আহত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে গুরুতর আহত ৬ জন তাদের প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়,তারপর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে পাশাপাশি কি কারনে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।