ই-বর্জ্য দূষণ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা।

0
41

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ই-বর্জ্য দূষণ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা। বড় ও জটিল বিষয় ছোটদের মুখে শুনে অবাক এলাকার বাসিন্দারা। ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন মহল।শিক্ষা দপ্তর ৫ থেকে ১২ জুন পর্যন্ত স্কুলে সামার ক্যাম্প করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশে সামার ক্যাম্পে পরিবেশ সম্পর্কে নানান বিষয়ে খুদে পড়ুয়াদের সচেতন করার কথা বলা হয়েছে। আর সেই নির্দেশে এ-ই স্কুল সামার ক্যাম্পের বিষয় নির্বাচন করেছে ই-বর্জ্য দূষণ। শুক্রবার এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ই-বর্জ্য সম্পর্কে ধারনা দেওয়া হয়। ই বর্জ্য পরিবেশকে কি ভাবে ক্ষতিকরে তাও বিস্তারিত বলেন শিক্ষকরা। ই বর্জ্য প্রক্রিয়াকরন সম্পর্কে ছাত্র ছাত্রীদের ধারনা দেওয়া হয়। এর পর ছাত্র ছাত্রীরা নিজেরাই স্কুলের আশপাশের এলাকায় গিয়ে ই বর্জ্য নিয়ে সচেতনতা মূলক প্রচার করে। স্কুলে এদিন বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের প্রদর্শনীর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অভিনব উদ্যোগের প্রসংশা বিভিন্ন মহলের।