কাজ ফিরে পাওয়ার দাবিতে থালা বাটি নিয়ে অনশন অবস্থানে ওই ৮ শ্রমিক।

0
32

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–এক বছর আগে শ্রমিক আন্দোলনেরে জেরে বহিষ্কার তাসাটি চা বাগানের ৮ শ্রমিক।এক বছর পরে তাদের বহিষ্কারে প্রশ্ন বাগান কর্তৃপক্ষের ভূমিকায়। কাজ ফিরে পাওয়ার দাবিতে থালা বাটি নিয়ে অনশন অবস্থানে ওই ৮ শ্রমিক। বৃহস্পতিবার তাসাটি চা বাগানের ফেক্টেরির গেটের সামনে অনশনে বসেছেন ওই ৮ শ্রমিক। ঘটনায় শোরগোল। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে মোট ১২০০ শ্রমিক। ৮ জন শ্রমিককে চা বাগান কর্তৃপক্ষ সাসপেন্ড করে। যার ফলে তাসাটি চা বাগানের ওই ৮ জন শ্রমিক কাজ ফিরে পেতে ধর্নায় বসলেন তাসাটি চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট চা বাগানের ম্যানেজার বিপ্লব চক্রবর্তী বলেন, ” এই আট শ্রমিককে এখনই কাজে ফেরানোর কোন প্রশ্ন নেই। এদের জন্যই এই চা বাগান এক সময় লক আউট হয়েছিল। সে কারণে এদের বহিষ্কার করা হয়েছে।”