দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিন দিনাজপুর,৭ই জুন: কম খরচে সাধারণ মানুষকে ঘর দেওয়ার জন্য নতুন ভবন তৈরি করছে বালুরঘাট পুরসভা। পুরসভার সেই প্রায় শেষের দিকে। বালুরঘাট পুরসভা চত্বরেই তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবাযুক্ত নতুন ভবন। তিনতলা ওই ভবন তৈরির জন্য আপাতত ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুরসভা। শনিবার দুপুরে সেই ভবন তৈরির কাজ খতিয়ে দেখলেন বালুরঘাট পুরসভার পুর প্রধান অশোক কুমার মিত্র। পুর প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তিন এমসিআইসি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ ও অনোজ সরকার। চলতি বছরেই নতুন ভবন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলেই পুরসভা সূত্রে খবর।
জানা গিয়েছে, বালুরঘাট কলেজ চত্বরে রয়েছে পুরসভার ভবন। পুরসভার সঙ্গেই রয়েছে ক্ষণিকা ভবন৷ এই ভবনে একাধিক ঘর রয়েছে৷ পাশাপাশি এই ভবনেই রয়েছে অনুষ্ঠান ভবন রয়েছে৷ খুব কম খরচে অনুষ্ঠান ভবন ও ঘর ভাড়া দেওয়া হয়৷ বর্তমানে পুরসভার ঘরে চাহিদা বাড়ছে। কম খরচে ঘর বা অনুষ্ঠান ভবন পাওয়া সারা বছরই চাহিদা ব্যাপক থাকে ক্ষণিকার৷ এমন পরিস্থিতিতে নতুন ভবন তৈরির উদ্যোগ পুরসভার।
বাইট- অশোক কুমার মিত্র